Mason Meet
District: Sunamgonj

সুনামগঞ্জে বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে শতাধিক শিল্পীরাজ নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর ঢাকা ৩ ডিভিশনের ডিভিশনাল হেড মোঃ আরিফুল হাসান। স্থানীয় পরিবেশক মেসার্স নূ-হা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের টিএসবিডি বিভাগের ডেপুটি ম্যানেজার হোসাইন মোহাম্মদ মোখতার, সুনামগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জনাব আশরাফুল ইসলাম কয়েস এবং সিলেটের এরিয়া ম্যানেজার জনাব জাহেদ আহমেদ। সম্মেলন শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ১৫ জন শিল্পীরাজ কে পুরষ্কৃত করা হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

CategoryMason Meet
Write a comment:

*

Your email address will not be published.

Design & Developed by ITCROC