সঠিক সিদ্ধান্তই, সঠিক নির্মাণ- এই শ্লোগানকে সামনে রেখে বেঙ্গল সিমেন্ট সাভারে শতাধিক স্বতন্ত্র বাড়ীর মালিককে নিয়ে উৎযাপন করলো ” বাড়ীওয়ালা সম্মেলন ” ।
সোমবার সন্ধা ৬ টায় সাভার এ স্থানীয় একটি রেস্তোরায় বেঙ্গল সিমেন্ট লিমিটেডের আয়োজনে এই বাড়ীওয়ালা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের ঢাকা-১সেলস ডিভিশন হেড, কোম্পানীর ডিজিএম জনাব ওয়াহিদ- উন- নবী( তুহিন)
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সাপোর্ট এন্ড বিজনেস ডেভেলপম্যান্ট ডিপার্টমেন্টের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হোসাইন মোহাম্মদ মোকতার, নিজের কাঙ্গিত স্বপ্নের বাস্তবায়নে শতভাগ আস্থা নিয়ে বাড়ির মালিকদেরকে সর্বোৎকৃষ্ট কাঁচামালে তৈরী বেঙ্গল সিমেন্ট ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন বিশেষ অতিথি, টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করেন প্রকৌশলী আতিকুল ইসলাম। প্রকৌশলী মোখলেছুর রহমান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের সাভার এর রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: শরীফুল হাসান,
আরও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের অফিসার ও এসপিওবৃন্দ।
সম্মেলনে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব শেষে বাড়ির মালিকদের মাঝে ডিনার প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।