আইইবি’র পুরকৌশল বিভাগের উদ্যোগে টেকনিক্যাল সেমিনার

বাংলাদেশের স্বনামধন্য সিমেন্ট ব্র্যান্ড ,বেঙ্গল সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)’র পুরকৌশল বিভাগের উদ্যোগে “Surfside, Florida Building Collapse of June 2021 and ACI 3180 Building Code Requirements for Structural Concrete ” এই প্রাতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত হল এক টেকনিক্যাল সেমিনার।

০২ ডিসেম্বর বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনার আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. সত্যেন্দ্র কুমার ঘোষ (এস .কে ঘোষ), কনসালটেন্ট,ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল এবং প্রেসিডেন্ট , এস.কে. ঘোষ এসোসিয়েটস, এল এল সি, যুক্তরাষ্ট্র ।

ইঞ্জিনিয়ার মুনাজ আহম্মেদ নূর, চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ,এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহম্মেদ ,এম ,পি।

মূখ্য আলোচক হিসেবে গণপুর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার ,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, প্রেসিডেন্ট , আইইবি।

গেষ্ট অব অনার হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রাক্তন প্রেসিডেন্ট , আইইবি ।

ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হক সুফিয়ানী-চিফ অপারেটিং অফিসার- বেঙ্গল সিমেন্ট লিমিটেড, এছাড়াও বেঙ্গল সিমেন্ট এর পক্ষে মহা-ব্যবস্থাপক প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া, প্রকৌশলী হোসাইন মোহাম্মদ মোক্তার সহ বেঙ্গল সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টের প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন রাজউক, গণপুর্ত, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীবৃন্দ ও ২০০ এর অধিক অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

CategoryEngineers Meet
Write a comment:

*

Your email address will not be published.

Design & Developed by ITCROC